বাগেরহাটের চিতলমারীতে মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) দুপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিদেশে গমনার্থীদের প্রশিক্ষণ ও সরকারে যথাযত নিয়ম মেনে বিদেশে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, বৈদেশিক কর্মস্ংস্থান খুলনা ট্রেনিং সেন্টারের বিভাগীয় প্রধান এম এ বাকী, উপপরিচালক আলী সিদ্দিকী, জেলা ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো. রিয়াজ শরীফ। এছাড়া এলাকার জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এ সেমিনারে অংশ নেন।