কৃষিকাজে ব্যবহারের জন্য আমদানি করা ট্রাক্টর নীলফামারী জেলার সড়কগুলোতে অবৈধভাবে পণ্য পরিবহন করছে। অপরদিকে পণ্যবাহী ট্রাকগুলো পণ্য পরিবহনে সুযোগ হারাচ্ছে। ফলে জেলার কয়েক শতাধিক ট্রাকে কর্মরত শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। নীলফামারীর ১৬টি আঞ্চলিক সড়কে যততত্রভাবে চলাচল করছে কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর। আধুনিক চাষাবাদের জন্য ব্যাংক ঋণ ও সহজ কিস্তিতে ট্রাক্টর পাওয়া যায় বলে অনেকে ক্রয় করেছেন এসব। কিন্তু ট্রাক্টরগুলো কৃষি কাজে ব্যবহার না হয়ে ব্যবহার হচ্ছে পণ্য পরিবহনে। ট্রাকের চেয়ে স্বল্প টাকায় ভাড়া পাওয়া যায় বলে পণ্য পরিবহনে অনেকেই ট্রাক্টর ভাড়া নিয়ে পণ্য বহন করছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সৈয়দপুর, জলঢাকা, কিশোরগঞ্জ, ডোমার, ডিমলা, চিলাহাটি সড়কে বেপরোয়াভাবে চলাচল করছে ট্রাক্টর। ফলে এসবের দাপটে রাস্তা চলাচল করতে ভোগান্তি পথচারীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। এসব ট্রাক্টর দিয়ে পরিবহন করতে দেখা যায় ইট, বালু, পথর, গাছের গুড়ি, কাঠ, ধান, পাটসহ বিভিন্ন পণ্য। শহরের অপ্রশস্ত সড়ক গুলোতে অন্যান্য যানবাহন ও লোকজন চলাচলে অসহায় হয়ে পড়ছে। অপরদিকে উচ্চ শব্দ, ব্রেকহীন ট্রাক্টর চলাচলে প্রায়ই বিভিন্ন দূর্ঘটনা ঘটে চলছে। লাইসেন্সহীন চালকদের ট্রাফিক আইন জানা না থাকায় তাদের গাড়ির গতি থাকে সব সময় বেপরোয়া। স্থানীয় ওয়ার্কসপে ফিটনেসহীন বডি তৈরী করে দেদারচ্ছে চলছে জেলার ১৬টি রুটে প্রায় ৩শ ট্রাক্টর। এ ছাড়া স্যালো চালিত ইঞ্জিনের সাথে ট্রলি লাগিয়ে পণ্য পরিবহন করছে পাওয়ার ট্রিলার ট্রলি। ধারণক্ষমতার কয়েকগুণ পণ্য সাজিয়ে প্রতি মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে ছুটছে শহর থেকে গ্রামে এবং গ্রাম থেকে শহরে। রাতে এসব পাওয়ার ট্রিলারে প্রায় হেড লাইট থাকে না। কারো কারো থাকলেও আলো খুব কম এবং বডিতে বাতি থাকে না। ফলে অপরদিক থেকে আসা বাস-ট্রাক, মাইক্রোবাস ও মটরসাইকেল আরোহী বুঝতে পারে না সামনে কি আসছে। ফলে দূর্ঘটনা ঘটাই স্বাভাবিক। ট্রাক্টরের রংপুর অঞ্চলের বিআরটিএ পরিদর্শক জানান, শুধু কৃষি পণ্য ও উপকরণ পরিবহনের জন্য চার চাকার ট্রাক্টরের নিবন্ধন দেয়া হয়ে থাকে। অন্যান্য মালামাল পরিবহনে বা হাইওয়েতে চলাচলের কোনো অনুমতি বা রুট পারমিট দেয়া হয় না। এরপরও চলছে পণ্য পরিবহনে ট্রাক্টর এবং পাওয়ার ট্রিলার ট্রলি। এ ব্যাপারে সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, বিপদজনক ওই ট্রাক্টর ট্রলিগুলো কোন ক্রমেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। একই কথা বলেন, নীলফামারী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার রায়।