বগুড়ায় আমর্ড পুলিশ ব্যাটলিয়ন এর সহযোগিতায় শহরের বিভিন্ন স্থানে ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসশয় শাজাহানপুর উপজেলার অন্তর্গত বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সুজাবাদ এলাকায় অবস্থিত দু’টি ইটভাটায় অভিযান চালিয়ে পাঁচ লক্ষ টাকা এবং উপজেলার খলিশাকান্দি এলাকায় একটি মাটির পয়েন্টে দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যামান আদালত।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (স্থানীয় সরকার বিভাগ, ব্যবসা বানিজ্য শাখা ও সাধারন শাখা) জহুরুল ইসলাম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ( জেএম শাখা, ফরমস্ ও স্টেশনারী এবং লাইব্রেরি) রোমানা রিয়াজ এই ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জহুরুল ইসলাম জানান, পৌর এলাকা এবং এলজিডি রাস্তার পাশে অবস্থান করায় ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশোধিত আইন ০১৯) ৮ এর ১(খ) ধারায় আরকেবি নামে ইটভাটার ২ লক্ষ ও এআরবি নামে ইটভাটা ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। যে ইটভাটা গুলির কোন কাগজপত্র ছিল না। এছাড়া খলিশাকান্দি এলাকায় টপ ভাটার পাশে একটি মাটির পয়েন্টে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন।