সিরাজদিখানে সংক্রামক ব্যাধি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলার ১২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। কর্মশালায় প্রশিক্ষণ দেন ডা. দেবব্রত ঘোষ সমীর ও ডা. মুশফিকুন নাহার।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. আশফিকুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল, সহকারি শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার ও এনায়েতুর রহমানসহ আরো অনেকে।