এলাকার যুব সমাজকে জুয়ার দিকে ধাবিত করার অভিযোগ উঠেছে জেলার গৌরনদী উপজেলার ধানডোবা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মুহিত বৈদ্যের বিরুদ্ধে। এমনকি সে নিজেও একজন বড় জুয়ারী হিসেবে এলাকায় পরিচিত লাভ করেছে।
স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, ধানডোবা কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি ধানডোবা গ্রামের লক্ষী বৈদ্যের পুত্র মুহিত লাল বৈদ্য এলাকার একজন চিহ্নিত জুয়ারী। সে এলাকার যুব সমাজকে জুয়ার মাধ্যমে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা আরও জানান, গত কয়েকদিন পূর্বে ধানডোবা এলাকার একটি জুয়ার আসর থেকে মুহিতকে আটক করে থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে মুহিতকে ছেড়ে দেয়া হয়।
অভিযুক্ত সিএইচসিপি মুহিতের মোবাইলে ফোন করে সাংবাদিক পরিচয় দিয়ে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি লাইনটি বিচ্ছিন্ন করে তা বন্ধ করে দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ সাইদ আমরুল্লাহ জানান, বিষয়টি আমার জানা নেই। তবে সরকারী চাকরী করে অনৈতিক কাজ করার কোন সুযোগ নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।