নওগাঁর সাপাহারে ৬৫পিস ইয়াবা সহ মোশারফ হোসেন (২৪) নামে এক মাদক ব্যাবসায়ীকে থানা পুলিশ আটক করেছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপপরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার টেংরাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা সহ ওই ব্যাবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃত মোশারফ হোসেন উপজেলার টেংরাকুড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে সাপাহার থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নওগাঁ জেলা হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।