পুরান ঢাকার কদমতলী এলাকার একটি বাসায় এক শিক্ষার্থী ও তার ছোট বোনকে হাত-পা বেঁধে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীর সহপাঠীরা। এ সময় স্লোগান সম্বলিত বিবিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তার সহপাঠীরা ধর্ষকের ফাঁসির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
ধর্ষণের শিকার শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী দুজনকে বাসায় রেখে তাদের বাবা-মা বাইরে যায়। ওই দিন রাত ১১টার দিকে তিনজন লোক ওই বাসায় ঢুকে দুই কিশোরীর হাত-পা বেঁধে তাদেরকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
কদমতলী থানার পরিদর্শক মাহবুব আলম বলেন, ধর্ষণের শিকার দুই কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তাদের বয়স ১৫ ও ১৩ বছর। এ ব্যাপারে রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে কদমতলী থানায় একটি মামলা করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় পুরান ঢাকার কদমতলী এলাকায় এক শিক্ষার্থী ও তার ছোট বোন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ সময় রানা ব্যাপারী, সোহেল ব্যাপারী ও আক্তার আলী নামে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর ওই তিন জনের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।