নওগাঁর মান্দায় কথিত বন্দুকযুদ্ধে কুখ্যাত মাদক ব্যবসায়ি আওরঙ্গজেব ওরফে জেবু (৫০) নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে দেুলয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার বাঁকাপুর এলাকায় একটি আমবাগানে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত জেবু উপজেলার দেলুয়াবাড়ি এলাকার মৃত নবির উদ্দিনের ছেলে। ঘটনায় ডিবির দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ি জেবু বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহত জেবুর বিরুদ্ধে মান্দা থানায় এক ডজনেরও বেশি মাদকের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে।