পাবনার চাটমোহর উপজেলার রেলবাজারে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩টি ওষুধের দোকানে জরিমানা করেছে। দোকানের লাইসেন্স না থাকা,লাইসেন্স নবায়ন না করা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার দায়ে মীর আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমানের ওষুধের দোকানে ৫ হাজার টাকা,হোসেন আলীর ছেলে খোরশেদ আলীর ভেটেরিনারী ওষুধের দোকানে ১ হাজার টাকা ও ফজলুল হকের ছেলে শাহ আলমের ভেটেরিনারী দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় থানা পুলিশ আদালতকে সহায়তা করে।