বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন ফাঁড়ির এ এস আই ফারুক হোসেন সঙ্গীয় র্ফোস নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পৌর শহরের উপহার টাওয়ারের সামনে থেকে ১ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি হলো, সান্তাহার পৌর শহরের নামা পৌঁওতা গ্রামের মৃত আবদুল মতির ছেলে আমির হোসেন (৪৮)।
এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আনিছুর রহমান জানান, আমির হোসেনের বিরুদ্ধে জি আর ৭৮৮/১২ নওগাঁ আদালতের ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল। মঙ্গলবার সকালে পুলিশ তাকে বগুড়া আদালতে প্রেরণ করেছে।