ঘড় সংসার করাকালিন স্বামী স্ত্রীর অশ্লীল ভিডিও মোবাইল ফোনে ধারন করে। স্ত্রী তালাকের পর তালাক প্রাপ্ত স্ত্রীর দ্বিতীয় স্বামীর মোবাইল ফোনে অশ্লীল ভিডিও পাঠানোর মামলায় সাবেক স্বামী শ্রী সঞ্জয় শীল (৩০) কে থানা পুলিশ গ্রেফতার করে বগুড়া জেল-হাজতে প্রেরন করেছে।
জানা যায়, আদমদীঘির কাঞ্চনপুরের বকুল হোসেনের কন্যার সাথে একই গ্রামের শ্রী উজ্জ্বল শীলের ছেলে শ্রী সঞ্জয় শীলের হিন্দু ধর্মে বিধান মোতাবেক গত ২ বছর পূর্বে বিবাহ হয়। তাদের ঘড় সংসার করা কালিন সঞ্জয় শীল স্বামী স্ত্রীর অশ্লীল কাজের ছবি মোবাইল ফোনে ভিডিও ধারন করে ভিকটিম কে শারীরিক ও মানষিক নির্যাতন করে। নির্যাতন সহ্য করতে না পেরে ভিকটিম শ্রী সঞ্জয় শীল কে ৬ মাস পূর্বে তালাক দিয়ে হিন্দু ধম্বাবলী মোতাবেক বগুড়ার বৌ-বাজার এলাকার সুমন শীল কে বিয়ে করে ঘড় সংসার করছে। দ্বিতীয় বিবাহের পর থেকে সঞ্জয় শীল তার তালাক প্রাপ্ত স্ত্রীকে ভয় ভীতি সহ খারাপ ছবি মোবাইলের মেসেঞ্জারে পোষ্ট করবে বলে হুমকি দেয়। এর জের ধরে গত ২ ফেব্রুয়ারী সকাল ১০ টার সময় আসামীর মোবাইরে থাকা আপত্তিকর ভিডিও সিডি রাইট করে ভিকটিমের দ্বিতীয় স্বামীর নিকট পাঠিয়ে দেয়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইনে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রবিউল ইসলাম এ ঘটনায় মামলা দায়ের ও আসামি কে গ্রেফতারের কথা নিশ্চিত করেন।