বগুড়ায় র্যাব-১২ এর উদ্যোগে এবং বর্নাঢ্য আয়োজনে মাদক বিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ফুলবাড়ী এলাকার সরকারী আজিজুল হক কলেজের পুরাতন ভবনের উচ্চমাধ্যমিকমাঠে প্রধান অতিথি হিসাবে এই সাইকেল র্যালীর উদ্বোধন কালে জাতির শ্রেষ্ঠ সন্তান জাতিরজনক বঙ্গবন্ধুর শতবার্ষিকির শুভেচ্ছা জানিয়েছেন অতিরিক্ত আইজিপি ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহা পরিচালক ড,বেনজির আহম্মেদ।
এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সমাবেশে র্যাব মহাপরিচালক ড,বেনজির আহম্মেদ দৃঢ় প্রত্যয় ঘোষনা দিয়ে বলেছেন, বাংলাদেশে কোন মাদকের স্থান হবেনা। যারাই মাদকের সাথে জরিত, তাদের খুঁজে বের করে নিচিহ্ন করে দেয়া হবে। তিনি শিক্ষার্থীদের উদ্ধেশ্য বলেন,মাদকের ভয়াল আগ্রাসন ও মাদক নামের দানবকে যে কোন মূল্যে বধ করতে হবে।তা না হলে আমাদের সকল স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যাবে। তিনি মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে যুদ্ধ ঘোষনা করার আহবান জানান।
র্যাব মাহাপরিচালক আরো বলেন,প্রধানমন্ত্রীর নের্তৃতে আগামীর স্পপ্নে দেশ গড়তে জাঁতি আজ ঐক্যবদ্ধ। তাই আমরা নির্ভয়ে বলতে পারি ’উই আর উইনার.উই ক্যান উইন’উই হ্যাভ টু উইন। তিনি আগামী দিনের স্বর্নের ভবিষ্যত রচনা করার জন্য এখুনি প্রস্তুতি নেবার আহবান জানান তিনি। শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ গড়তে ,তাদের এখন থেকেই গ্রবাল সিটিজেন হিসাবে আধুনিক ও প্রাগমা জাঁতি গড়ে তুলতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টাকে সফল করার আহবান জানান তিনি।
এর আগে র্যাব মহাপরিচালক ড,বেনজির আহম্মেদ বেলা সাড়ে ১১টায় কলেজের ফটকে এসে পৌছলে একটি সু’সজ্জিত রোভারস্কাউট ও এনসিসি’র দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি অভিবাদন গ্রহন করেন এবং গার্ড অব অনার পরিদর্শন করে তাদের সাথে পরিচিত হন। পরে অনুষ্ঠান মঞ্চে পৌছলে সরকারী আজিজুল হক কলেজের অধ্যাক্ষ অধ্যাপক মুহাঃ শাহজাহান আলী তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরন করেন। এ সময় তার সাথে ছিলেন র্যাবের অতিঃ ডিজি( অপারেশন) কর্নেল তোফায়েল সারোয়ার, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি একেএম হাফিজ আক্তার বিপিএম(বার)র্যাব-১২ এর কমান্ডিং কর্মকর্তা লেঃ কর্নেল খাইরুল বাসার, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ,বগুড়া পুলি সুপার আলী আশরাফ ভূঞাঁ বিপিএম(বার) প্রমুখ। পরে তার উপস্থিতিতে শিক্ষার্থীরা মাদক বিরোধী শপথ গ্রহন অনুষ্ঠানে অংশ নেয়।
পরে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে বর্নাঢ্য সাইকেল র্যালীর শুভ উদ্বোধন করেন। কলেজ মাঠ থেকে শুরু হওয়া সাইকেল র্যালীতে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৪জন শিক্ষক ও ১৪৪৭ জন শিক্ষার্থী সহ মোট ১৫৫১জন র্যালীতে অংশগ্রহণ করে। র্যালীটি প্রায় ৩কিঃ মিঃ রাস্তা পেরিয়ে শহরের সেন্ট্রাল স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
এ দিকে বিকালে শহরের পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ আয়োজিত এক বিশাল মাদক বিরোধী সমাবেশে র্যাব মহাপরিচালকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।