ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের সচিব ও হল সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া সত্যতা স্বীকার জানান, দাঁতমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে আসন বিন্যাসে অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিব মোঃ ইলিয়াছ মিয়াকে অব্যাহতি ও কেন্দ্র সচিবকে সহযোগিতা না করা,শারিরীক অসুস্থতা,ভয়ভীতি এবং নিরাপত্তাহীনতার কারণে হল সুপার মোঃ জহিরুল ইসলাম দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাদের স্থলে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার রহিমা খাতুনকে কেন্দ্র সচিব ও রতনপুর ইসলামিয়া ফাজিলিয়া দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট আবদুস সালামকে হল সুপারের দায়িত্ব দেয়া হয়েছে।এছাড়া আসন বিন্যাসকে কেন্দ্র করে কেন্দ্রের হল সুপার ও পরীক্ষার্থীদের উপরও হামলা ঘটনায় নিরাপত্তাহীনতার কারণে দাঁতমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা থেকে পরীক্ষা ভ্যানু নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে দাখিলের বাকি পরীক্ষাগুলো নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য দাখিল পরীক্ষার দাঁতমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের আসন বিন্যাসকে কেন্দ্র করে শনিবার(৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দাঁতমন্ডল গ্রামের দাখিল পরীক্ষার্থী শেখ তানভির মিয়াসহ তার স্বজনরা কর্তৃক কেন্দ্রের হল সুপার ও খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মোঃ জহিরুল ইসলাম ও শিক্ষার্থীদের উপরও হামলা ঘটনা ঘটে। এতে হল সুপারসহ ৮ জন আহত হয়। এ ঘটনার পর থেকেই আহত শিক্ষক ও দাখিল পরীক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।