আশাশুনি উপজেলার খাজরায় মুজিব শতবর্ষ উপলক্ষে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মানব পাচার প্রতিরোধে জন সচেতনতা মূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে, উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মন্ডল, খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম সাইদুর রহমান, বামনডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওঃ রফিকুল ইসলাম, গ্রাম পুলিশ প্রমুখ। অনুষ্ঠানে আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।