আশাশুনি উপজেলার খাজরা (দুর্গাপুর) গ্রামে প্রকাশ্য দিবালোকে ভূমিহীন পরিবারের বসবাসের ঘর ভেঙ্গে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। এ সময় বাড়ির লোকজনকে মারপিট করে নগদ টাকাসহ ২ লক্ষ ৩৯ হাজার টাকার মালামাল ক্ষতিসাধন ও লুটপাট করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
দুর্গাপুর (খাজরা) গ্রামের ভূমিহীন রায়হান সরদারের স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানাগেছে, দুর্গাপুর ছোট মৌজায় এসএ খং ৪ এর ১৪০ দাগে ৪৪ শতক জমি ডিসিআর প্রাপ্ত হয়ে বসত ঘরবাড়ি করে সেখানে বসবাস করে আসছেন। তার স্বামী সাগরে মাছ ধরার কাজ করে থাকে এবং বর্তমানে সাগরে রয়েছেন। একই গ্রামের করিম সরদারের পুত্র ইউনুছ, আব্দুল্লাহর পুত্র শাওন, মৃত শহর আলি গাজীর পুত্র আফছার, শামসুরের পুত্র আব্দুল্লাহ, ইউনুছের স্ত্রী আজিমন, আব্দুল্লাহর স্ত্রী ইলাচি দীর্ঘদিন যাবৎ ওই সম্পত্তি জবর দখলের ষড়যন্ত্র করে আসছিল। ষড়যন্ত্রের একপর্যায়ে ৯ ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে তারা কিছু অজ্ঞাতনামা ব্যক্তিসহ দ্,া রড, হাতুড়ি, শাবল কোদাল, বাঁশের লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে ঢুকে বাদিনীকে মারপিট ও গলায় গামছা পেচিয়ে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তার শ^াশুড়ি কুলছুম বিবি (৫৫), ননদ রমেছা খাতুন এগিয়ে গেলে তাদেরকেও বেদম মারপিট, গাছের সাথে বেঁধে রাখা, শ্লীলতাহানি ঘটান হয়। বসতঘরে ঢুকে স্টিলের বাক্সের তালা ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট ও মূল্যবান কাগজপত্র নিয়ে নেয়। এরপর পুরো বসতঘর ও আসবাবপত্র ভেঙ্গে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে। এমনকি ঘরের ভিটামাটি কোদাল দিয়ে কেটে তছনছ করে ও আসবাব-ছাউনি-বেড়া পুকুরে ফেলে দেয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে জীবন নাশের হুমকী ও ভয়ভীতি দেখিয়ে তারা চলে যায়। এ ব্যাপারে রাবেয়া খাতুন বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এসআই বিল্লাল হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেছেন।