কসবায় সরকারি জায়গায় পৌর ও সুপার মার্কেটের সামনে থেকে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) দুটি ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালন করেন। এ সময় দুটি ভ্রাম্যমান আদালত ৬ হাজার ৮শ টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমান আদালত দুটি পরিচালনা করেন প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন।
ভ্রাম্যমান আদালত ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কসবা পৌর শহরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরাতন বাজারের সুপার মার্কেট ও পৌর মার্কেটের সামনে দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তৈরী করেছে দোকান পাট। এ নিয়ে উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভায় সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের নেতৃত্বে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত ৫০টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান পাট ভেঙে দিয়েছেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন ভ্রাম্যমান আদালত ব্যবসা প্রতিষ্ঠানের বাহিরে মালামাল রাখার জন্য ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৬ হাজার ২শ টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম অবৈধ গাড়ি পার্কিং করায় দুই গাড়ীর চালকে ৬শ টাকা জরিমানা করেছেন।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বলেন, উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভার সিদ্ধান্ত মোতাবেক পুরাতন বাজারে পৌর ও সুপার মার্কেটের সামনে অবৈধ ভাবে গড়ে উঠা কমপক্ষে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, দুটি ভ্রাম্যমান আদালত ৬হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।