কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সবগুলো আদালতে ২০১৯ সালে সর্বমোট ১১ হাজার ৩ শ ৮২ টি মামলা নিষ্পত্তি করা হয়। সংশ্লিষ্ট সূত্রের মতে, গত বছর বিচারিক আদালতে দো-তরফা সূত্রে ২ হাজার ৭ শ ৯৭টি মামলা নিস্পত্তিসহ মোট ৫ হাজার ৭ শ ৮৭ টি মামলা নিষ্পত্তি হয় যা মোট মামলার ১শ ৪৯ দশমিক ৭৩ শতাংশ এসব মামলায় ৮ হাজার ৪ শ ৬৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচারিক আদালতে বর্তমানে ৩ হাজার ৫ শ২২টি মামলা বিচারাধীন রয়েছে। ২০১৯ সালে মামলা নিষ্পত্তির হার ২০১৮ সালের মামলা নিষ্পত্তির হারের তুলনায় প্রায় দ্বিগুন এবং ২০১৭ সালের মামলা নিষ্পত্তির হারের তুলনায় আড়াই গুনেরও বেশি জানানো হয়। মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ায় বিচারপ্রার্থী মানুষ বিজ্ঞ কৌশলীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আদালত সূত্র মতে ২০১৯ সালের সর্বমোট ১১ হাজার ৩ শ ৮২ টি মামলা নিষ্পত্তি হয়। যার মধ্যে সি.আর/পিটিশন মামলা ৩ হাজার ৩ শ ৭৯টি, জি.আর-মামলা ৬ হাজার ৭ শ ২৪ টি, নন.জি.আর মামলা ২ হাজার ৫৩ টি, মিস কেস- ৪ শ ৬৫ টি, ক্রিমিনাল আপীল ৩৩টি ও এস.এল ২ শ ৩৮ টি।
সূত্র জানায়, ২০১৯ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৮ হাজার ২ শ ৯৬টি। যার মধ্যে সি.আর মামলা ২ হাজার ৭ শ ০৫টি, জি.আর- মামলা ৫ হাজার ৭৭ টি, নন.জি.আর মামলা ৩ শ ১৫ টি, মিস কেস- ০৭ টি, ক্রিমিনাল আপীল ১৭ টি, এস.এল ৬৫ টি।
২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই আদালতে সর্বমোট ৫ হাজার ৬ শ ৪৮টি মামলা দায়ের হয়। যার মধ্যে সি.আর/পিটিশন মামলা ২ হাজার ৮৮টি, জি.আর মামলা ২ হাজার ৬ শ ৮৪টি, ননজিআর মামলা ১ শ ৪১ টি, মিস কেস ৪ শ ৬৬টি, ক্রিমিনাল আপীল ৪৯ টি, এস এল ২ শ ২০টি।
জেলার বিজ্ঞ আইনজীবী ও সাবেক পিপি বিএনপি নেত্রী অ্যাডভোকেট রেহেনা খানম বিউটি বলেন, কুড়িগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির মামলা নিষ্পত্তির হার এবং সাক্ষ্য গ্রহণের হার সমগ্র বাংলাদেশের ম্যাজিস্ট্রেসির জন্য একটি মডেল। কুড়িগ্রামের মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব হাসান মাহমুদুল ইসলামের যোগ্য নেতৃত্বে পূর্বের তুলনায় বার-বেঞ্চ ও পুলিশ-ম্যাজিস্ট্রেসির সমন্বিত উদ্যোগে বিচারিক কাজে গতিশীলতা বৃদ্ধি পাওয়ায় মামলার নিষ্পত্তি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এভাবে মামলা নিষ্পত্তি হলে মামলা জট কমে যাবে এবং বিচার প্রার্থী জনগণের দুভোর্গ লাঘব হবে।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ শাহ আলম বলেন, বর্তমান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব হাসান মাহমুদুল ইসলাম মহোদয়ের যোগদানের পর হতে তাঁর অধীনস্থ আদালতে মামলা নিষ্পত্তির হার ও সাক্ষ্য গ্রহণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কুড়িগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে ৯ জন বিচারক কর্মরত আছেন। কুড়িগ্রাম জেলায় আমলী আদালত ১১ টি ও বিচারিক আদালত ৯ টি। বর্তমানে বিচারিক কাজে গতিশীলতা বৃদ্ধি পাওয়ায় মামলা দ্রুত বিচারের জন্য প্রস্তুত হচ্ছে। একারণে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি পাচ্ছে। মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় অত্র ম্যাজিস্ট্রেসিতে কর্মরত বিচারকগণকে মামলা দ্রুত নিষ্পত্তিকরণে প্রেরণা যোগাতে প্রতি মাসে পুরস্কৃত করে থাকেন। এ সফলতার জন্য বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় জেলার বিজ্ঞ আইনজীবী ও পুলিশ বিভাগের সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।