ব্র্যাক গ্রাম সামাজিক শক্তি কমিটি কর্তৃক আয়োজনে এবং ব্র্যাকের সার্বিক তত্বাবধানে গতকাল সকাল ১০টায় গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপিং করা হয়। হাটনগর গ্রাম সামাজিক শক্তি কমিটির কার্যালয়ে রক্তের গ্রুপিং কাজের উদ্বোধন করেন গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ আঃ হাকিম। এ সময় ব্র্যাক শাখা ব্যবস্থাপক আঃ রশিদ (আল্ট্রাপোওর গ্রাজুয়েশান প্রোগ্রাম),সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ওয়াজেদ আলী (পিওইউপিজি), পিওইউপিজি প্রকল্পের কর্মকর্তা প্রনব কুমার, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।