নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ও ধামইরহাট থানা পুলিশের আয়োজনে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার ১ম সেমি ফাইনাল, পরবর্তীতে ২য় সেমি ফাইনাল ও সর্বশেষ বিকেল ৫ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত ফাইনাল খেলায় পুরুষ দলের মধ্যে চকময়রাম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কাজিপুর উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং নারী খেলোয়াড়দের মধ্যে ইসবপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শংকরপুর উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও বিজিতদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, মহিলালীগের সভানেত্রী আঞ্জুয়ারা বেগম, স্বেচ্ছাসেবকলীগের ও সঞ্চালক সভাপতি সাবুবুর রহমান সাবু, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।