দাকোপ সদরে মোল্যা মেহেদী হাসান এতিম খানার সাবেক কমিটির বিদায় ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় বিল্লালিয়া আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে নবনির্বাচীত সভাপতি জাহাঙ্গীর মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদ সদস্য কে,এম কবির হোসেন। বক্তৃতা করেন বিদায়ী সভাপতি এবিএম রুহুলামিন, চালনা পৌরসভার প্যানেল মেয়র আবদুল গফুর সানা, কাউন্সিলর রবীন্দ্রনাথ সরদার, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ অজিউর রহমান, বিদায়ী এবং পূর্ন নির্বাচীত সহ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বিদায়ী অর্থ সম্পাদক মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শেখ মোজাফ্ফার হোসেন, শিক্ষার্থী আকতারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচীত সহসভাপতি আলহাজ¦ মুজিবর গাজী, আলহাজ¦ সরদার আবুল হোসেন, জি এম মামুনুর রশিদ, বিদায়ী তত্বাবধায়ক মাওলানা আবু সাইদ, সদস্য মাহতাব কাজী, রেজাউল শেখ, নাসির শেখ, ইউনুস আলী জমাদ্দার, বিএম হারুনুর রশীদ, মাওলানা আনোয়ারুল হক, আলহাজ¦ মাওলানা আঃ সাত্তার, মাওলানা আঃ মান্নান, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা রুহুলবারী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচীত সম্পাদক জিএম ইমদাদুল হক।