জামালপুরের ইসলামপুরে নারী কেলেঙ্কারী ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঐতিহ্যবাহী জে,জে,কে এম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরীর অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। গত ১০ ফেব্রুয়ারী সোমবার দুপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে নারী কেলেংকারী অধ্যক্ষের অপসারণ দাবী করে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, অধ্যক্ষ মোস্তফা কামাল, সামছুল আলম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভিন পুথি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতান যুথি, শিক্ষক নাহিদা আক্তার খানম সুলেখা, খলিলুর রহমান, মো. রুহুল আমীনসহ উপজেলার বিভিন্ন শিক্ষকগন।
সংবাদ সম্মেলন শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সচেতন এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরে প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তারা অধ্যক্ষকে ইসলামপুরে অবাঞ্চিত ঘোষণাসহ নারী কেলেঙ্কারী ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষের বিরদ্ধে স্থানীয় প্রশাসনের কোন পদক্ষেপ না নেওয়ায় বক্তরা হতাশা ব্যক্ত করে অবিলম্বে তার অপরসারণ দাবী করেন অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুসিয়ারী দিয়েছেন।
পরে শিক্ষকদের পক্ষ থেকে ওই অধ্যক্ষের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য যে, গত ২ ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনের কেবিনে আপত্তিকর অবস্থায় সাবেক এক ছাত্রীসহ আপত্তিকরবস্থায় রেলওয়ে পুলিশের হাতে আটক হয়। পরে মুসলেকা দিয়ে তার মুক্তি মেলে।