বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি ফালগুনী হামিদ ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটির আহ্বায়ক হিসেবে মাহবুবার রহমান ও সদস্য সচিব হিসেবে জহিরুল ইসলামকে মনোনীত করে ৩৬ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটি স্বাক্ষরিত এ পত্রে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী সংস্কৃতি কর্মী/সংগঠক/সমাজসেবক/শিল্পী হিসেবে আপনাদের অতীত অবদান এবং আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র. দূর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক, সংস্কৃতি বান্ধব বাংলাদেশ ও (ভিশন ২০২১-২০৪১) বিনির্মানে প্রত্যয়ে বন্ধবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি নিযুক্ত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ১০ জন যুগ্ম আহ্বায়ক হলেন জি.এম স্পর্শ, নাজমুন আসিফ মুন্নী, আবদুল লতিফ সরদার, গোলাম রাব্বানী, মিলন হোসেন, মহিদ বিশ্বাস, মিকাইল হাসান, গোলাম মঈউদ্দীন, চন্দন কুমার মন্ডল ও সুজন কুমার ঘোষ। এ ছাড়া ২৪ জনকে সদস্য করে কমিটি গঠিত হয়েছে।