নওগাঁর বদলগাছী উপজেলার গোশাহি গ্রামে একটি বাড়ী নির্মানের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতি পক্ষের মারপিটে ১ নারীসহ ৬ জন ব্যাক্তি গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার এই ঘটনা ঘটে। আহতরা হলেন- গোশাহি গ্রামের বাসিন্দা রাকিব হোসেন, রিপন হোসেন, আবদুর রউফ, আবদুস সামাদ, সৌভ হোসেন ও শামীমা আকতার। আহতদের মধ্যে ৪ জন বদলগাছী উপজেলা স্বাস্থকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুই জন গুরুত্বর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগীরা।
স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেল ৩ টার দিকে গোরশাহি গ্রামের কাশেম উদ্দিন মন্ডলের ছেলে আবু হাসান নির্মানাধীন নিজ বাড়িতে সানসেট ঠিক করছিলেন। এমন সময় পূর্ব পরিকল্পিত ভাবে একই গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে আবদুল হালিমসহ একটি সঙ্গবদ্ধ দল লাঠিসোটা, দা, হাঁসুয়া, লোহার রড, কোদালসহ দেশীয় অস্ত্র নিয়ে আবু হাসানের উপর হামলা চালায়। এ সময় আবু হাসানকে বাঁচাতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদের সবাইকে বেদম মারপিট করে সন্ত্রাসীরা। এতে আবু হাসানসহ তার পরিবারের ৬ জন আহত হয়।
ঘটনার পর আবু হাসান বাদী হয়ে আবদুল হালিমসহ আরো কয়েকজনকে আসামি করে বদলগাছি থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে মামলা দায়ের করতে বদলগাছী থানায় গিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ বাদি আবু হাসান।
তিনি আরো বলেন, বাড়ির সানসেট নির্মান করা নিয়ে আগে থেকেই হামলার পরিকল্পনা করছিলো আবদুল হালিম। বিষয়টি পুলিশকে জানানো হয়েছিলো। সে মোতাবেক পুলিশ হালিমকে আটক করে রহস্বজনক কারণে ছেড়ে দিলে সুযোগ পেয়ে পরিকল্পনা মাফিক সে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মারপিটের ঘটনা ঘটায়।
এ বিষয়ে আবদুল হালিম বলেন, মারপিটের ঘটনার সাথে জরিত থাকার কথা স্বীকার করে বলেন, পারিবারিক জায়গা জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বদলগাছী থানা অফির্সার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহম্মেদ সাংবাদিককে জনান, থানায় মামলা দায়ের করতে আসলে কেউ তাদের কে হয়রানি করেনি। এমন অভিযোগ সত্য নয়। মারপিটের ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাদীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।