নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাদরুল আমীন চৌধুরী, যুগ্ন আহ্বায়ক ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান হোসেন ও সাধারণ যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার চৌধুরী চপলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
গত ২১ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির বিএনপি/সাধারণ/৭৬/২০২০/০৯ স্মারকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে এ বহিস্কারাদেশ ও সতর্ক বার্তা প্রদান করা হয়।
বার্তায় বলা হয়, গত বছরের (২০১৯ সালের) ২২ সেপ্টেম্বর জেলার নিয়ামতপুর উপজেলাধীন ৮নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির স্থানীয় খড়িবাড়ী বাজারে আয়োজিত কর্মীসভা চলাকালীন সময়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। তার প্রেক্ষিতে দলীয় শৃংখলা পরিপন্থি কর্মকা-ে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদ ছাদরুল আমীন চৌধুরী, যুগ্ন আহ্বায়ক ইমরান হোসেন ও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার চৌধুরী চপলকে বহিস্কার করা হয়।
সাবেক বিএনপি দলীয় সংসদ ডাঃ ছালেক চৌধুরীকে সতর্ক বার্তা প্রদান করা হয়। সতর্ক বার্তায় তাকে এখন থেকে দলকে আরো গতিশীল ও শক্তিশালী করার জন্য আগামীতে দলের সাংগাঠনিক কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করার জন্য নির্দেশ দেয়া হয়।
এ ঘটনায় বিএনপি দল থেকে বহিস্কৃত নেতা নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান হোসেন জানান, বহিস্কারের ঘটনাটি তিনি জানেনা বা কোন প্রকার চিঠি এখনও পাননি তিনি। তবে লোক মূখে বিষয়টি শুনেছেন।
নিয়ামতপুরের তিন নেতার বহিস্কারের ঘটনায় মুঠোফোনে জানতে চাইলে নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান বহিস্কারের সত্যতা নিশ্চিত করেন।