কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী কৃষক সলেমান মোল্লা (৫০) গুলিবিদ্ধ হয়ে ভারতের বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার দু-দিন পর তার লাশ ফেরত দিল বিএসএফ।
সোমবার বেলা ৩ টার দিকে ভারত- বাংলাদেশ সীমান্তের ৮৪/২ (এস) পিলার সংলগ্ন ডিগ্রীরচর নামক স্থানে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সলেমান মোল্লার লাশ হস্তান্তর করে বিএসএফ। বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন চিলমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার গোলাম কাওসার। ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা ক্যাম্পের এসি বলবীর সিং বিএসএফ‘র পক্ষে নেতৃত্ব দেন।
উল্লেখ্য গত ৪ ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের মরারচর গ্রামের সলেমান মোল্লা, ছলিমের চর গ্রামের গাজিউর, রুবেল ও সাহাবুল নামে ৪ কৃষক ভারত সীমান্তের ১৫৭/২ (এস) পিলার সংলগ্ন জিরো পয়েন্টে নিজেদের আবাদ করা সরিষা কাটতে যায়। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার মুরাদপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি বর্ষণ করলে কৃষক সলেমান মোল্লা (৫০) গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ সময় অন্য কৃষকেরা পালিয়ে যায়। বিএসএফ সদস্যরা সলেমান কে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ক্যাম্পে নিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ায় বিএসএফ এর তত্বাবধায়নে বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়।