কুড়িগ্রামের উলিপুরে মর্যাদায় গড়ি সমতা শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্য গড়বে সমতার পৃথিবী’ এ শ্লোগানকে ধারণ করে সোমবার দুপুরে উলিপুর বিজয় মঞ্চ চত্বরে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি(এমজেএসকেএস) এর উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগীতায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ জিলুফা সুলতানা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির, কর্মকর্তা ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহান আক্তার। স্বাগত বক্তব্য রাখেন এমজেএসকেএস’র নারী প্রকল্পের সমন্বয়কারী ইসফাতুল কবির, সিজিবিভি প্রকল্পের সমন্বয়কারী লুৎফর রহমান।
সমাবেশে বাল্যবিাহ,নারী নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ, মাদক, জঙ্গীবাদ, অ্যাসিড নিক্ষেপসহ সমাজের নেতিবাচক কাজকে লাল কার্ড ও ধর্মীয় সম্প্রতি, মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা, সমাজের পিছিয়ে পড়া লোকদের এগিয়ে নেয়া, পরিবেশ রক্ষা, নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাসহ সমাজের ইতিবাচক কাজকে সবুজ কার্ড দেখানো হয়।