দেবহাটায় ইউএনও’র ভ্রাম্যমান আদালতে এক মাছ ব্যবসায়ীর জরিমানা হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরীন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলার বসন্তপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র রাজু হোসেন (২৫) নামের এক মাছ ব্যবসায়ীকে প্রতারনামূলকভাবে পারশে মাছের বাচ্ছা ভাঙ্গান মাছের বাচ্ছা বলে বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেন ইউএনও সাজিয়া আফরীন। এ সময় উপস্থিত ছিলেন, কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ ইমাদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামসহ প্রমুখ। ইউএনও সাজিয়া আফরীন এ সময় প্রতারনাকারীসহ সকল অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার কথা জানান।