যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বানিজ্য শহর নওয়াপাড়া সহ বিভিন্ন জনবসতি এলাকায় অবৈধভাবে কয়লা ড্যাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে ঘন্টা ব্যাপী নওয়াপাড়ার মহাকাল চেঙ্গুটিয়া এলাকাবাসী ও বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, অভযনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন, নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ গফ্ফার বিশ^াস, প্রধান শিক্ষক ত্রিলোচন কুমার সাহা, শিক্ষক বাবুল আখতার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান এ মজলিস, আ.লীগ নেতা আলী হায়দার, স্বেচ্ছাসেবকলীগ নেতা শফি কামাল, পল্লী বিদুতের এলাকা পরিচালক আবুল হোসেন, বাজার কমিটির সভাপতি, আবু জাফর বিশ^াস প্রমূখ। বক্তারা বলেন,নওয়াপাড়ার আমদানিকারক কয়লা ব্যবসায়ীরা ভাঙ্গাগেট, চেঙ্গুটিয়া, বুড়োরদোকান, উড়োতলা, চাঁপাতলা, প্রেমবাগ, নগরঘাট, ঘোপেরঘাট, তালতলা, রাজঘাট, মহাকাল, কজমিল, চলিশিয়া, পায়রা, আমডাঙ্গা, ধোপাদী, লক্ষীপুর, মশরহাটি আবাসিক এলাকাসহ আশে পাশের এলাকার পুকুর, ডোবা নালা, কৃষি আবাদি জমি ধ্বংস করে অবৈধভাবে কয়লা ড্যাম্পিং করে আসছে। এতে করে বিপাকে পড়েছে সাধারন মানুষ। বক্তারা আরও বলেন বসতবাড়ীর আশপাশে উঁচু উঁচু কয়লার ড্যাম্পিং এর কারণে কয়লার ধোঁয়া ও ধুলায় আশপাশ কুয়াশাচ্ছন্ন অবস্থায় থাকে। অভয়নগরে রেল লাইনের পাশে, পাওয়ার ষ্টেশনের গায়ে, নদীর ধারে, কৃষি আবাদি জমি, পুকুর বন্ধ করে ও আবাসিক জনবসতি এলাকায় এসকল কয়লা ড্যাম্পিং করা হচ্ছে। আর এই কয়লার বিষাক্ত ধোয়া ও দূর্গন্ধে আচ্ছন্ন হয়ে থাকছে পুরো এলাকা। নওয়াপাড়া পৌরসভার মহাকাল, চেঙ্গুটিয়া এলাকায় কয়লার মজুদ সবচেয়ে বেশি। কয়লার কারণে বসতবাড়িতে বসবাস দুঃসাধ্য হয়ে উঠেছে। ঘর-দরজা, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ কয়লার ধুলায় সয়লাব। এমনকি ভাত, তরিতরকারির সাথে খেতে হচ্ছে কলয়ার ধুলা। অভয়নগরের গাছপালা, রাস্তাঘাট, ঘরবাড়ী সর্বত্রই কয়লার ছাপ। তারা আরও বলেন কয়লার বিষাক্ত ধুলা ও ধোয়ায় তার পরিবারের সবাই ফুসফুসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। কয়লা বেশি করে মজুদ করায় উচ্চ মাত্রার সালফার মিশ্রিত অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। যে এলাকায় কয়লা মজুদ হয় তা থেকে বিষাক্ত পদার্থ সমূহের ভূগর্ভস্থ জলাধারে এবং খনি এলাকায় মাটির বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে। পৌরসভার আবাসিক এলাকা ও গ্রামের মধ্যে কয়লা রাখায় দিন রাত সবসময়ই বাতাসে কয়লার ধুলা ও ধোয়া ছড়াচ্ছে। এসব এলাকায় মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। শিশু বয়স্কসহ সব বয়সের মানুষ ফুসফুসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। কয়লার পোড়া দূর্গন্ধে মহাকাল, চেঙ্গুটিয়া সহ আশেপাশের বাতাস বিষময় হয়ে উঠেছে। ওই সব এলাকার অধিকাংশ ফলজগাছসহ নানাবিধ গাছ মরে যাচ্ছে। মাঝেমধ্যে কয়লার স্তুপে আগুন ধরে যায়, তাছাড়া কয়লার ধুলা ঢুকছে মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে। আবাসিক এলাকায় কয়লা ড্যাম্পিং ঠেকাতে না পেরে ঘরবাড়ি বিক্রি করে পরিবার নিয়ে অন্যত্র চলে গেছে শতাধিক পরিবার। প্রশাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনবসতি পূর্ণ আবাসিক এলাকায় করা হচ্ছে পাহাড় সমতুল্য উঁচু উঁচু কয়লার ড্যাম্প। মানববন্ধনে ও প্রতিবাদ সভায় স্থানীয় সকল শিক্ষক কর্মচারী ও কোমলমতি শিক্ষার্থী, বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও এলাকার সচেতন মানুষ ভুক্তভোগী সকলেই যশোর খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া অংশে রাস্তার দুইধার দিয়ে এই মানবন্ধনে অংশগ্রহণ করে। মানবন্ধন চলাকালিন ঘন্টাব্যাপী সকল ব্যবসা প্রতিষ্ঠান ও মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। এ মানবন্ধন কর্মসূচি থেকে বক্তারা কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন অতিসত্বর এই কয়লা অপসারন না করলে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি পেশ সহ কঠোর কর্মসূচি গ্রহন করা হবে। স্থানীয় সাধারণ মানুষের দাবি অবিলম্বে আবাসিক এলাকার মধ্য থেকে কয়লা ড্যাম্পিং বন্ধ করে দূষণ বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য জোড় দাবি জানান।