পাবনার সুজানগরে ৩‘শ পিস ইয়াবাসহ সুমন সরদার (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা’র ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২। গত রোববার সন্ধ্যা রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার গুপিনপুর বাস স্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়। সে গুপিনপুর গ্রামের বাবু সরদারের ছেলে।
র্যাব-১২ পাবনা’র ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২’র এস,আই শ্যামল মন্ডল জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে ওই সুমন ৩‘শ পিস ইয়াবাসহ গুপিনপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। এ সময় উপজেলায় টহলরত র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৩‘শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। পরে তাকে সুজানগর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে থানার কর্মকর্তা ইনচার্জ বদরুদ্দোজা জানান।