বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন শেখ রুস্তম আলী ফাউন্ডেশনের আলোচনা ও মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরবেলা উপজেলার শুরশাইল খামার বাড়ি ফাউন্ডেশনের সেমিনার রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে উপজেলার আনছার ভিডিপি, দর্জি এবং দুগ্ধ খামারীদের উন্নত মানের জীবন গঠনের লক্ষে প্রশিক্ষনের আয়োজন করা হয়। সভায় উপ্িস্থত ছিলেন শেখ রুস্তম আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রাশেদ শেখ পুকুল, ভাইস চেয়ারম্যান রাম কৃষ্ণ বিশ্বাস, নির্বাহী পরিচালক চন্দ্র শেখর মিস্ত্রি, সঞ্জয় কুমার মন্ডল সহ গন্য-মান্য ব্যক্তিবর্গ। শেখ রুস্তম আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রাশেদ শেখ পুকুল জানান, আমরা গণ মানুষের চাহিদা পূরনের জন্য বিভিন্ন প্রকার সহযোগিতা করে চলছি। ইতোমধ্যে আমাদের প্রশিক্ষনের মাধ্যমে এ অঞ্চলের প্রায় ৫ হাজার বেকার যুবক-যুবতী গরু পালন, ছাগল পালন, হাঁস-মুরগী পালন, সেলাই মেশিনের ( হাতের কাজ ), ঘাস চাষ, কেচো কম্পোস্ট সার, মাছ চাষ সহ ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। ঘুচিয়েছে বেকারত্বের চরম অভিশাপ।