মুজিববর্ষে শিক্ষকদের কাছ থেকে জাঁতি নতুন কিছু আশা করছে। তাই প্রত্যেক শিক্ষককে জাতির জন্য কিছু দেয়ার লক্ষ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকদের সাথে ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলার আগৈলঝাড়া উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌকস জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরিণ তন্বী, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার প্রমুখ।