নোয়াখালী চাটখিলে মাসব্যাপী মেয়র ব্যাডমিন্ট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলার বিআরডিবি ভবন এর মাঠে মাসব্যাপি এ টুর্নামেন্ট সার্বিক সহযোগিতায় খেলা পরিচালনা করে বন্ধু মহল ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
খেলায় সামীর টেক্সটাইল লিমিটেড ও আনাম বিল্ডিং কন্সট্রাকশন এর মধ্যে প্রতিযোগিতা মূলক খেলা অনুষ্ঠিত হয়। এতে আনাম বিল্ডিং কন্সট্রাকশন ২-০ সেটে সামীর টেক্সটাইল লিমিটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় মাঠে প্রচুর দর্শকের সমাগম হয়।
পরে প্রধান অতিথি বিজয়ী দল আনাম বিল্ডিং কন্সট্রাকশনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও বিভিন্ন পুরষ্কার তুলে দেন। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় মো.খালেদ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটওয়ারী , চাটখিল উপজেলা নির্বাহি অফিসার দিদারুল আলম, জেলা পরিষয়দের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসেন ।