রাজশাহীর মোহনপুরে ছয় গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহনপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, গত রোববার রাতে মোহনপুর থানার এস আই রাজু আহম্মেদ, এএসআই রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হিরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার ধুরইল গ্রামের মৃত আরজ আলী মোল্লার ছেলে তোতো মিয়া (৩২) মৃত আব্বাস আলীর ছেলে আফজাল হোসেন (৩৯)।
ওসি মোস্তাক আহম্মেদ জানান, সোমবার আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।