রাজশাহীর মোহনপুরে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন করায় এক ইউপি সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোহনপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়াডের ইউপি সদস্য ও মহব্বতপুর গ্রামের মৃত ভলয় মন্ডলের ছেলে শফিকুল ইসলাম শফি ড্রেজার মেশিন দিয়ে ফসিল জমি নষ্ট করে পুকুর খনন করছিল।
গত রোববার সন্ধ্যার পর মোহনপুর উপজেলা নিবাহী কর্মকর্তা সানওয়ার হোসেন ও সহকারি কমিশনার ভূমি জাহিদ বিন কাশেম মোহনপুর থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে পুকুর খনন বন্ধ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউপি শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিবাহী কর্মকর্তা সানওয়ার হোসেন জানান অবৈধ পুকুর খনন বন্ধের জন্য অভিযান অব্যাহত রয়েছে।