নওগাঁর রাণীনগরে ব্যাটারি চালিত টমটমের ধাক্কায় ২য় শ্রেনীতে পড়-য়া মুন্নি ওরফে ফুরফুরি (৭) নামের এক মাদ্রাসার ছাত্রী নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় রাণীনগর-আবাদপুকুর সড়কের রাজাপুর নামক স্থানে রাস্তা পার হবার সময় এঘটনা ঘটে। নিহত মুন্নি উপজেলার রাজাপুর গ্রামের ওহিদুর রহমানের মেয়ে। স্থানীয়রা জানান, রাস্তা পার হবার সময় যাত্রীবাহি একটি টমটম স্বজরে ধাক্কা দিলে মুন্নি গুরুত্বর আহত হয়। তাকে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে নওগাঁ থেকে বগুড়া নেয়ার পথে মারা যায়। মুন্নি রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্রী।
এব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন,এঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।