রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে এক গরুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় উপজেলার বেড়েরবাড়ি গ্রামের এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার বেড়েরবাড়ি গ্রামের আাকচার আলীর বাড়িতে রান্নার চুলা থেকে গরুর গোলাল ঘরে আগুন ধরে যায়। এই আগুনে ৫০ হাজার টাকার একটি গরু পুড়ে মৃত্যু হয়। এতে বাড়ির মালিকের প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন। তবে আগুন নিয়ন্ত্রন করতে করতে ঘরের অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।