চাকরির একযুগেই বিপুল সম্পদের মালিক হয়েছেন চট্টগ্রাম রেলওয়ের এজিএম জোবেদা আক্তার। চট্টগ্রামের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে প্রায় কোটি টাকা। সিআরবির একাধিক সূত্র জানাচ্ছে, বিভিন্ন ঠিকাদার এবং এজিএম জোবেদা পরস্পর যোগসাজশে কোটি টাকা মূল্যের রেলওয়ে ১২০টি সিসি ক্যামেরা প্রকল্পে নিম্নমানের ক্যামেরা ক্রয় করে হাতিয়ে নিয়েছে প্রায় অর্ধ কোটি টাকা। এছাড়াও তাঁর বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, রেলওয়ে পূর্বাঞ্চলে ৮৬৩ খালাসী পদে নিয়োগ দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই নিয়োগের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২। জোবেদা আক্তারের বিরুদ্ধে খালাসী নিয়োগ দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বর্তমানে তদন্ত করছে দুদক। জানা যায়, ওই নিয়োগে ৩০ থেকে ৪০ জন প্রার্থীকে চাকরি দিয়েছেন নিয়োগ কমিটির সদস্য সচিব জোবেদা আক্তার। তাদের প্রত্যেকের কাছ থেকে ৪ থেকে ৫ লাখ টাকা উৎকোচ নিয়ে চাকরি দিয়েছেন তিনি। নিয়োগ কেলেঙ্কারী ঘটনায় গত ৪ জানুয়ারি তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন। তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৮ সালের রেলওয়ে ট্রাফিক বিভাগের ট্রেনিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পান জোবেদা আক্তার। চাকরির ১২ বছরের মাথায় নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় রয়েছে মোটা অংকের ব্যাংক ব্যালেন্স। চট্টগ্রামের বিভিন্ন ব্যাংক এ্যাকাউন্টে রয়েছে ৮৪ লাখ টাকা, চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় একটি আলিশান ফ্ল্যাট, টিএম ট্রেডার্স নামীয় ঠিকাদার প্রতিষ্ঠানে তার রয়েছে ২৫% শেয়ার ও ৮০ লাখ টাকা মূল্যের ৪টি হাইয়েস গাড়িসহ ঢাকা জেলায় জারা এপারেলস নামের একটি গার্মেন্টসেও তিনি শেয়ার কেনেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া ২০১৯-২০২০ অর্থবছরে হালিশহর রেলওয়ে ট্রেনিং একাডেমিতে এক কোটি টাকার ১২০টি সিসি ক্যামেরা প্রকল্পে ঠিকাদারের সঙ্গে পরস্পর যোগসাজশে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতেরও অভিযোগ উঠেছে জোবেদার বিরুদ্ধে।
সম্প্রতিক ৮৬৩ অবৈধ খালাসী নিয়োগ ও নানা অনিয়মের অভিযোগ আসার পর ২০২০ সালের ৯ জানুয়ারি রেলওয়ের সংস্থাপন শাখার এক আদেশে নগরের হালিশহর ট্রেনিং একাডেমি থেকে সিআরবিতে তাকে বদলি করা হয়। এতে তার শাস্তি হওয়ার পরিবর্তে উল্টো তাকে সহকারী মহা-ব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়।
দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২-এর এক কর্মকর্তা বলেন, খালাসী নিয়োগের ঘটনায় জোবেদা আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনেকগুলো বিষয়কে সামনে রেখে তার বিরুদ্ধে নানা অভিযোগের বিষয় তদন্ত করা হচ্ছে। প্রয়োজন হলে তাকে আবার তলব করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অবৈধভাবে ৮৬৫ জন খালাসী পদে নিয়োগের বিরুদ্ধে অভিযোগ এনে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। এরপর এই অভিযোগের বিষয়ে তদন্তে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। দুদকের তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলে নিয়োগের ৮৬৩ জন খালাসী নিয়োগ দেওয়া হয় অনিয়ম, তদবির ও মোটা অংকের আর্থিক লেনদেনের মাধ্যমে। এ ঘটনায় পূর্বাঞ্চলের সাবেক জিএম মো.ফারুক আহমেদকে সোমবার জিজ্ঞাসাবাদ করবে দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর তদন্ত টিম। জিএমকে জেরার মধ্য দিয়ে ১ ডজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার কথা। ঠিকাদার প্রতিষ্ঠান ঐশী এন্টাপ্রাইজের স্বত্বাধিকারী কাউসার আলমকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রেলওয়ের ঠিকাদারের সাথে জোবেদা আক্তারের সম্পৃক্ততা পেয়েছে দুদকের তদন্ত দল। জেরা শেষে নিয়োগ কমিটিসহ বেশ কয়েকজন রেল কর্তার সম্পদের তল্লাশী করা কথা রয়েছে বলে তদন্ত সূত্রে জানা গেছে। এজিএম জোবেদা আক্তার সোমবার সকাল ১০.০৫ মিনিটে মুঠোফোনে তাঁর অনিয়ম-দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন অনিয়ম-দুর্নীতি করি নাই। ১২০ টি সিসি ক্যামেরা ক্রয়ে দুর্নীতির বিষয়ে জানান, এইটা আমার দপ্তরের কাজ নয়। সিসিএ দপ্তরের অধিনে ক্রয় করা হয়েছে। তিনি বলেন, দুদক আমার যদি কোন অবৈধ সম্পদ পেয়ে থাকে তাহলে আমার সকল সম্পদ রাষ্ট্র নিয়ে যাবে। আমিও স্বেচ্ছায় তা দিয়ে দেব। আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।