বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের ভগ্নিপতি বিশিষ্ট শিক্ষাবিদ গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যায় কলেজের প্রাক্তান অধ্যক্ষ শিকদার এনামুল কবিরের জানাজা রোববার দুপুর ২ টায় তার নিজ গ্রাম বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ঈদগাহ মাঠে সম্পন্ন হয়েছে।
জানাযায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, ভাইস চেয়ারম্যান মো. মাহাতাবুজ্জামান, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলীসহ স্থানীয় রাজনৈতিক নের্তৃবৃন্দ ও এলাকার হাজার-হাজার ধর্মপ্রাণ মুসল্লি। জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। শিকদার এনামুল কবির গত ৫ ফেব্রুয়ারী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।