পাটকেলঘাটার সৈয়দপুরে গ্রামে দু’বাড়ীর্তে ডাকাতির ঘটনায় বিশেষ অভিযানে ৩ ডাকাত দলের সিন্ডিকেটের সদস্যকে প্রেফতার করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায়,গত ২৭ জানুয়ারী সরুলিয়া অবসরপ্রাপ্ত শিক্ষক অমর চন্দ্র ঘোষ ও নির্মল ঘোষের বাড়ীতে ডাকাতি হয়। এ ঘটনায় পুলিশ প্রশাসন একটু নড়ে চড়ে বসে। পাটকেলঘাটা থানা পুলিশ বিশেষ অভিযানে ৩ ডাকাত দলের সদস্য কে গ্রেফতার করতে সক্ষম হয়। তালা-পাটকেলঘাটা সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে খুলনা জেলার ডুমুরিয়া থানা মালতিয়া গ্রামের মুত আনছার সরদারের পুত্র আবুল হোসেন সরদার(৪৫),তালা থানা চাঁদকাটি গ্রামের মুত শওকত মোল্লা পুত্র আশরাফুল মোল্লা (৩২)ও সাতক্ষীরা কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে মো: মহিদুল পুত্র আঃ কাদের ওরফে মিঠু (২৬)কে ডাকাতি ঘটনায় জড়িত থাকার অপরাধে তাদের কে গ্রফতার করে। গ্রেফতারকৃতদের কাছে থাকা নকিয়া মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ধারা -৩৯৫/৩৯৭ পেনাল কোর্ড আইনের মামলা হয়। যার মামলা নং-০৭
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান,আটককৃতরা ডাকাতি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তারই পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযানে তাদের কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।