ধামইরহাটে সুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশনের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারী বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে প্রাথমিকে ক গ্রুপে ধামইরহাট কেজি স্কুল, মাধ্যমিক পর্যায়ে খ গ্রুপে ধামইরহাট বালিকা উচ্চবিদ্যালয় ও উচ্চমাধ্যমিকপর্যায়ে গ গ্রুপে রুঘুনাথপুর কামিল মাদরাসা ১ম হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, অ্যাকাডেমিক সুপার ভাইজার কাজল সরকার, বিচারক শিল্পকলা একাডেমীর প্রধান সংগীত প্রশিক্ষক এম.কে জিন্নাহ চৌধুরী, বিচারক তরিকুল ইসলাম, রুনা লায়লা সাথী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।