কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তঃ উপজেলা ডাবলস ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার রাত ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রংধনু ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আযোজিত এ প্রতিযোগিতার যৌথভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও সমাজ সেবক আইনজীবী মনিরুল হাসান রয়েল। অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল্লাহ আল মামুন লিটনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, অ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক উপাধ্যক্ষ জহুরুল হক মিঠু, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আবদুল মোত্তালেব, এস.এম টুটুল মাহমুদ প্রমুখ।