মুজিব বর্ষের অঙ্গীকার পূরনের লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদার, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফয়সল জামিলের সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পলাশ সরদারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরা আফরিন, পৌর কাউন্সিলর গোলাম আহাদ মিয়া রাসেল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোকসেদ হাওলাদার, বিদ্যালয়ের প্রধানশিক্ষক খাদিজা ইয়াসমিন প্রমুখ। শেষে অতিথিরা বিদ্যালয়ের ছাঁদ বাগান ও শিশুদের বিনোদনস্থল পরিদর্শন করেন।