এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে বরিশাল শিক্ষাবোর্ডে ৪৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। পাশাপাশি ভোলা জেলায় ১২ জন, বরগুনা জেলায় ১৩ জন, পটুয়াখালী জেলায় একজন, ঝালকাঠি জেলায় চারজন ও বরিশাল জেলায় পাঁচজন পরীক্ষার্থীসহ মোট ৩৫ জন বহিস্কার হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি দ্বিতীয় পত্রে অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৭০, বরগুনায় ৫০, পটুয়াখালীতে ১০২, পিরোজপুরে ৩৭, ঝালকাঠিতে ৩২ ও বরিশালে ১৪৫ জন রয়েছে। ফলে রোববার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ৯৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
সূত্রমতে, বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার এবছর মোট এক হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে এক লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। যা গত বছরের চেয়ে ৫ হাজার ৫০৮ জন বেশি। আর মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ।