আত্মসমর্পণকারী বনদস্যু আবদুল হালিম, শরিফ উদ্দীন ওরফে শরীফ ডাক্তার এবং আনতুর রহমান সহযোগীদের নিয়ে সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবন এলাকায় আবারও অপতৎপরতা শুরু করেছে। সুন্দরবনে যাতায়াতকারী জেলে বাউয়ালীদের থেকে চাঁদা আদায় ও হয়রানীসহ খোদ বনবিভাগের কর্মীদের পর্যন্ত বিভ্রান্ত করার অভিযোগ এ চক্রের বিরুদ্ধে।
এছাড়া হরিণ শিকারের পাশাপাশি এ চক্রটি সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গাছ কেটে পাচার করছে বলেও অভিযোগ। অভিযোগ রয়েছে হাতে গোনা কয়েকজন বনরক্ষী এ চক্রটির অপতৎপরতা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও মাছ/কাঁকড়া শিকারের আড়ালে তাদেরকে সুন্দরবনে প্রবেশের সুযোগ করে দিচ্ছে।
কয়রা এলাকার প্রভাবশালী রজব কলই এর “শেল্টারে” অত্যন্ত সুসংগঠিত চক্রটি এসব অপকর্ম চালিয়ে উপকুলীয় এলাকার সুন্দরবন নির্ভর বনজীবিদের জীবন দুর্বিসহ করে তুলেছে বলেও অভিযোগ।
সুন্দরবনের উপর নির্ভরশীল উপকুলবর্তী গাবুরা, নীলডুমুর, দাতিনাখালী ও চকবারা এবং বুড়িগোয়ালীনি এলাকায় বসবাসরত জেলেদের সাথে কথা বলে এমন তথ্য মিলেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে ৮ থেকে ১০ সদস্যের এই চক্রটি দীর্ঘদিন ধরে সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে নানা ধরনের অপতৎপরতা চালিয়ে আসছে। বনদস্যুদের সহায়তাসহ বনবিভাগের তরফ থেকে বনজীবিদের নানা সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক সুবিধা গ্রহন এমনকি হরিণ শিকার এবং কাঠ পাচারের সাথে চক্রের সদস্যরা জড়িত।
শরীফ উদ্দীন ছাড়াও, নীলডুমুর গ্রামের এলাহী বকস গাজীর ছেলে আবদুল হালিম, সাবুদ সরদারের ছেলে শুকর আলী, সফিকুল ইসলামের ছেলে রিপন গাজী, আবুল কালামের ছেলে আছাদুল, চকবারার আনতানুর ও দাতিনাখালী গ্রামের গনি সানার ছেলে আলম ও ননী সানা এ চক্রের অন্যতম সদস্য।
সুন্দরবন সংলগ্ন এলাকার অসংখ্য জেলে (বনে যেয়ে বিপদে পড়ার শংকায়) নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে বেশ কিছুদিন নিজেদের গুটিয়ে রাখার পর চক্রটি আবারও সক্রিয় হয়েছে। চক্রের এ প্রধানরা নিজেদের জেলেদের মাধ্যমে আবার অনেক ক্ষেত্রে নিজেরা স্বশরীরে পুষ্পকাটি এবং পাগড়াতলী খাল এলাকার অভয়ারন্যে মাছ/কাঁকড়া শিকার করছে। অথচ বনবিভাগের কথা বলে নির্দিষ্ট অংকের টাকা দাবি করার পর না পেয়ে বনরক্ষীদের ভুল তথ্য দিয়ে তাদেরকে হয়রানী করছে। প্রশ্রয়দাতা রজব কলই এর মাধ্যমে বনবিভাগের মাধ্যমে মিথ্যা মামলায় জড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে পর্যন্ত তাদেরকে চাঁদা দিতে বাধ্য করছে বলেও অভিযোগ তদের।
স্থানীয়দের পাশাপাশি ভুক্তোভোগী বনজীবিদের মাধ্যমে জানা গেছে শ্যামনগরের খাড়দানা গ্রামে বাড়ি হওয়া সত্ত্বেও নীলডুমুর খেয়াঘাট এলাকায় অবস্থান করে ব্যবসার আড়ালে শরীফ উদ্দীন ইতঃপূর্বে সুন্দরবনে তৎপর বনদস্যু গ্রুপসমুহের সাথে জেলে বাউয়ালীদের মধ্যে সমন্বয়ের কাজ করতো। সে সুন্দরবনে অবস্থানরত বিভিন্ন বনদস্যু গ্রুপের পক্ষের নির্দিষ্ট “ছিলিপ” প্রদান সাপেক্ষে জেলেদের থেকে অগ্রীম অর্থ গ্রহন করতো -এমন ঘটনাও প্রমানিত। তার অত্যাচার নির্যাতনের শিকার শত শত জেলে কয়েক মাস আগে নীলডুমুর এলাকায় মানববন্ধনসহ সভা সমাবেশ করে শরীফ-রজব-হালিমসহ তাদের সহযোগীদের হাত থেকে নিস্কৃতি পাওয়ার আকৃতি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে।
জেলে সুত্রগুলো জানিয়েছে নীলডুমুর গ্রামের এলাই বকস গাজীর ছেলে আবদুল হালিমের নেতৃত্বে একটি বাহিনী ইতঃপূর্বে সুন্দরবনে দস্যুতা করেতা। একপর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে বছর তিনেক পুর্বে সে আত্মসমর্পণ করে। পরবর্তীতে আত্মসমর্পণকারী হালিম জেলের বেশে সুন্দরবনে যাতায়াত করলেও শরীফ এবং অন্যান্যের সাথে মিলে অভয়ারণ্যে মাছ কাঁকড়া শিকার এবং হরিণ শিকার ও কাঠ পাচারের সাথে জড়িয়ে পড়ে। তাদের পাচারকৃত শত শত গরাণ গাছ ও কাঠের চালান এখনও নওয়াবেঁকী বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে দাবি করে স্থানীয় রফিকুল, আবুল কাশেমসহ অনেকে জানান বনবিভাগের নিলামের একটি কাগজকে পুঁজি করে এ বাহিনীর পাচার করা কাঠ বছরের পর বছর নওয়াবেঁকী বাজার বিক্রি হচ্ছে।
অভিযোগ সুত্রে প্রকাশ চকবারা গ্রামের আনতানুর ও আলম এবং ননী সানার দায়িত্ব হরিণ শিকার। বেশ কিছুদিন তারা নিস্ক্রিয় থাকার পর সম্প্রতি চক্রটি আবার সক্রিয় হয়েছে। এদিকে স্থানীয় জেলেদের মানববন্ধন ও সমাবেশের পর প্রশাসনের তৎপরতায় শরীফ নীলডুমুর এলাকা ছেড়ে আত্মগোপনে থেকে বাহিনীর অপরাপর সদস্যদের সাথে যোগাযোগ রক্ষার মাধ্যমে যাবতীয় অনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।
ভুক্তোভোগী আবদুর রশিদ আজিজুলসহ কয়েক জেলের অভিযোগ নিজেরা হরিণ শিকারসহ অভয়ারণ্যে মাছ ও কাঁকড়া শিকার করলেও নিজেদের দিক থেকে দৃষ্টি সরাতে অপরাপর জেলেদের বিষয়ে মিথ্যা এবং ভুল তথ্য দিয়ে বনকর্মীদের প্রভাবিত করার চেষ্টা চালিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্থ এবং হয়রানী করছে। দাবিকৃত অর্থ না পেয়েই মুলত এ চক্রের সদস্যরা উপকুলীয় জনপদের শত শত নিরীহ জেলের সাথে এমন আচারণ করছে বলেও দাবি তাদের। সম্প্রতি এই চক্রের সদস্যরা হরিণ শিকার থেকে ফিরে স্থানীয় ছাত্রলীগ নেতাদের ধাওয়া খায় উল্লেখ করে কয়েক জেলে জানায় প্রায় কাচাকাছি সময়ে বনরক্ষীরা ঐ চক্রেরই একটি নৌকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
নাম প্রকাশ না করার মর্তে সাতক্ষীরা রেঞ্জে কর্মরত দুই বনরক্ষী প্রতিবেদককে জানান গত দুই মাস পুর্বে এই চক্রেরই সদস্যরা হরিণ শিকারের জন্য পশ্চিম সুন্দরবনে প্রবেশ করে। এ সময় তাদের পেতে রাখা ফাঁদ বনরক্ষীরা উদ্ধারের পর শুরুতে অস্বীকার করলেও পরক্ষনে নিজেদের অপকর্ম আড়াল করতে অন্য কয়েক জনের নামে মিথ্যা তথ্য দিয়ে বনবিভাগকে বিভ্রান্ত করে। রজব কলই এর নেতৃত্বে থাকা এ চক্রের সদস্যদের হাত অনেক লম্বা হওয়ায় এবং উপর মহলে তাদের যথেষ্ট কদর থাকায় বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রান্তিক জেলে ও বাউয়ালীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে প্রতিনিয়ত তাদেরকে হয়রানী করা হয় বলেও জানায় এসব জেলে।
যদিও এসব অভিযোগ করে শরীর উদ্দীন জানায়, আমি মানুষের প্রতিহিংসার শিকার হয়ে বাইরে রয়েছি। রজব কলই এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলেও আবদুল হালিম ও আলম সানার দাবি তারা কাউকে ফাঁসানোর চেষ্টা করেনি।