নলতায় শুরু হওয়া ওরস শরীফে যাওয়ার পথে স্ত্রী ও একমাত্র কন্যাসহ দুবৃর্ত্তদের হামলার শিকার হয়েছে শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের গাজী কায়েস নামের এক যুবক। গত ৮ ফেব্রুয়ারী বিকাল সাড়ে চারটার দিকে ইজিবাইকযোগে কালিগঞ্জের পানিয়া (নুতনহাট) এলাকায় পৌছে তিনি আক্রমণের শিকার হয়।
এঘটনায় গাজী কায়েস বাদি হয়ে হামলার সাথে জড়িত চার জনের বিরুদ্ধে শনিবার রাতে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে।
গাজী কায়েস অভিযোগ করেন পাঁচ বছর বয়সী একমাত্র কন্যা জারা এবং স্ত্রীসহ একটি ইজিবাইক রিজার্ভ করে তিনি নলতার ওরসে যাচ্ছিলেন। পথিমধ্যে পানিয়া (নুতনহাট) এলাকায় পৌছানো মাত্রই পানিয়া গ্রামের মনিরুজ্জামান, রনি, বাবু ও সুমন তাদের বহনকারী ইজিবাইক আটক করে চালক হাবিবুর রহমানকে মারধর শুরু করে। চালককে রক্ষায় এগিয়ে আসায় হাতে থাকা লাঠি শোটা নিয়ে ঐ চারজন তার উপর চড়াও হয়। এসময় তার বাঁচাতে যেয়ে স্ত্রী জিনাত পারভীনও আক্রান্ত হন। এক পর্যায়ে তাদেরকে রাস্তার মধ্যে ফেলে রেখে হামলার সাথে জড়িতরা ইজিবাইক নিয়ে কালিগঞ্জের দিকে চলে যায়।
মাথা ও বুকে ক্ষতের চিহ্ন দেখিয়ে গাজী কায়েস আরও অভিযোগ করেন হামলকারীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অভিযোগ করতে গেলে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের নাম পরিচয় জানার পর কোন ব্যবসায়ী তার এজাহার লিখতে সম্মত হননি। এর আগে বিকাল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে শ্যামনগর ও কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে উদ্ধার করে বলে তিনি জানান।
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিখিত অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্তাধীন রয়েছে।