প্রতিবছরের ন্যায় এবারও নওগাঁর মান্দায় ৪০ প্রহরব্যাপি মহানামযজ্ঞ ও লীলা কীর্তনের উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রসাদপুর রাধাগোবিন্দ জিউ মন্দিরে শনিবার রাত ৯টার দিকে এ যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। পরে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিবাসর পরিচালনা কমিটির সভাপতি হৃদয় রঞ্জন সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ইউএনও আবদুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোল্লা এমদাদুল হক, সহসভাপতি আবদুল লতিফ শেখ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক ব্রহানী সুলতান গামা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মন্দির কমিটির সভাপতি প্রলয় চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান, ব্রজেন্দ্রনাথ সাহা প্রমুখ।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত জানান, প্রতিবছরের ন্যায় রাধাগোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গনে এবারও ৪০ প্রহর ব্যাপি মহানামযজ্ঞ ও লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। তিনদিন ব্যাপি মহানামযজ্ঞ ও দুইদিন ব্যাপি লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার মহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে এ অনুষ্ঠানে সমাপ্তি ঘটবে।