বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের আ.রাজ্জাক খানের মেয়ে ও এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী দিচ্ছেন সাবিনা আক্তার। গতকাল রোববার সকালে সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে হল থেকে বের হয়ে যায় সাবিনা আক্তার। পূনরায় ওই হলের পরীক্ষার্থী সৌরভ রায় সাবিনাকে ডেকে হলের ভিতরে নিয়ে যায়। হঠাৎ করে সৌরভ রায় সাবিনাকে লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেয়। এতে সে গুরুতর আহত হয়ে পরে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। সৌরভ বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের মিলন রায়ের ছেলে। সে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছে। এ ঘটনা শুনে ঘটনাস্থলে যান পরীক্ষা কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম ও উপজেলা একাডেমি সুপারভাইজার প্রান কুমার ঘটক পরিদর্শন করেন। এ ব্যাপারে ওই পরীক্ষা কেন্দ্রের সচিব নির্মলেন্দু বাড়ৈ সাংবাদিকদের জানান, দুই পরীক্ষার্থীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল।