ঢাকার এন্টি টেররিজম ইউনিটের একটি দল শনিবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবি এক সদস্য নাঈম মোল্লাকে বরিশালের আগৈলঝাড়া ”মা মেডিকেল হল” নামে একটি ঔষুধের দোকান থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন। নাইমের বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জিহাদি বই, মোবাইল, সীমকার্ডসহ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক (ওসি) মো.খায়রুল ইসলাম ও মামলা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের চা বিক্রেতা মো.নজরুল মোল্লার ছেলে সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে ডিগ্রীর প্রথম বর্ষে ছাত্র নাঈম মোল্ল। সে বিভিন্ন জঙ্গী ওয়েব সাইডে যোগাযোগ করাসহ ”আমি মুসলিম” নামে একটি ফেসবুক আইডি চালায়। নাঈম লেখা-পড়ার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমূখে “মা মেডিকেল হল” নামে একটি ঔষুধের দোকানে চাকুরী করত। জঙ্গী ওয়েব সাইডে যোগাযোগ করাসহ জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার প্রমান পাওয়ায় মোবাইল ট্রাংকির এর মাধ্যমে ঢাকা এন্টি টেররিজম ইউনিট এএসপি এমএম রফিউল রজির নেতৃত্বে শনিবার বিকেলে ওই অষুধের দোকান থেকে নাইমকে গ্রেফতার করা হয়। নাইম মোলা ৫টি ফেসবুক আইডি ব্যবহার করত বলে জানান তারা। তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার প্রমান পেয়েছে তারা। তার কাছ থেকে সীম, মোবাইল, নিষিদ্ধঘোষিত বইসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
আগৈলঝাড়া থানায় নাইম মোল্লাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে এন্টি টেররিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন, যার নং-৩(৮-২-২০২০)্।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক (ওসি) মো.খায়রুল ইসলাম।
এ ব্যাপারে আঘেলঝাড়া থানা কর্মকর্তা ইনচার্জ(ওসি) আফজাল হোসেন জানান, এন্টি টেররিজম ইউনিটের একটি দল নাঈমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মামলা রজু হয়। গতকাল রোববার সকালে নাঈমকে বরিশাল আদালতের মাধ্যামে বরিশাল কেন্দ্রী কারাগারে প্রেরন করার হয়েছে।