নোয়াখালীর কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের লক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মত বিনিময় সভা গতকাল রোববার সকাল ১০টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বসুরহাট পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, নোয়াখালী জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি শহিদ উদ্দিন বাবুল, চরহাজারী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সুলতান আহমেদ চৌধুরী বাবুল প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌর কাউন্সিলর, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। শেষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা মুজিব বর্ষ উদযাপনের কর্মসূচি ঘোষণা করেন। মুজিব বর্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্রীড়া প্রতিয়োগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদক, ধুমপান ও ইভটিজির্ং মুক্ত কোম্পানীগঞ্জ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়।
কোম্পানীগঞ্জে ভূমিদস্যু সৌরভ কে জবাই করে হত্যা, আহত ২
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের ভূমিদস্যু দিদার হোসেন সৌরভ ওরফে সৌরভ ডাকাত (৩৬) কে এলোপাতাড়ি পিটিয়ে ও জবাই করে হত্যা করেছে একদল মুখোশধারী অস্ত্রধারী সন্ত্রাসীরা। শনিবার রাতে উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রামের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। এ সময় মুখোশধারীদের হামলায় বাহার মিয়া ও মোঃ হোসেন নামে দুইজন আহত হয়েছে। গতকাল রোববার সকালে চরবালুয়া পুলিশ ফাঁড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। নিহত দিদার হোসেন সৌরভ ৬নং ওয়ার্ডের চলবালুয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
চলবালুয়া পুলিশ ফাঁডির ইনচার্জ এ.এস.আই জাকির হোসেন জানান, নিহত দিদার হোসেন সৌরভ নিজস্ব বুলডোজার মেশিনের চালক ছিলেন বাহার মিয়া। শনিবার রাতে মেশিনের ভাড়ার হিসাব করতে বাহারের বাড়িতে যান সৌরভ। কিছুক্ষণ পরে ১০/১২ জনের মুখোশধারী একদল সন্ত্রাসী বাহারের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে থাকা সৌরভ, বাহার ও হোসেন কে এলোপাতাড়ি পিটাতে থাকে। একপর্যায়ে মুখোশধারীরা সৌরভকে টেনে হিঁচড়ে ঘর থেকে উঠানে নিয়ে জবাই করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে সৌরভের মৃতু হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত ২টার দিকে চলবালুয়া পুলিশ ফাঁডির একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।