কুড়িগ্রামের উলিপুরে সরকারী ভবনে দীর্ঘদিন ধরে ছেড়া ময়লাযুক্ত জাতীয় পতাকা টানানো রয়েছে। এ ঘটনায় স্থানীয় সূধি সমাজের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে, উলিপুর পৌরসভা ভবনে।
জানা গেছে, ১৯৯৮ সালে উলিপুর পৌরসভা স্থাপিত হয়। বর্তমান মেয়র বিএনপি নেতা তারিক আবুল আলা। এছাড়াও সেখানে প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। কিন্তু দায়িত্ব অবহেলার কারণে দীর্ঘদিন ধরে পৌর ভবনে ছেঁড়া ও ময়লাযুক্ত পতাকা টানানো হয়। পতাকাটি নিদিষ্ট সময় শেষেও নামনো হয় না বলেও অভিযোগ রয়েছে।
সরেজমিনে রোববার সকালে গিয়ে দেখা যায়, পৌর ভবনের ছাঁদের উপর লোহার পাইপে ছেড়া ও ময়লাযুক্ত জাতীয় পতাকাটি আকাশে উড়ছে।
সেখানে উপস্থিত কয়েকজন লোক এ প্রতিবেদককে জানান, সরকারী ভবনে এরকম ময়লা ও ছেড়া পতাকা টানানো মোটেও উচিত হয়নি। যা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডর আমিনুল ইসলাম জানান,আমরা জাতীয় পতাকা রক্ষায় যুদ্ধ করেছি। এটা নিঃসন্দেহে জাতীয় পতাকা অবমাননা করার সামিল। আমি এর তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে পৌর মেয়র তারিক আবুল আলা মোবাইল ফোনে জানান, এটা দায়িত্ব পিয়নের। সে পতাকাটি উঠা-নামা করেন। কিন্তু ছেড়া এবং ময়লাযুক্ত পতাকার বিষয়টি সে আমাকে জানায়নি। পরে নুতুন পতাকা টানানো হয়েছে।